আব্বা-আম্মা

আমাদের আব্বা-আম্মা বেঁচে নেই। আজ বাবার ২৩-তম মৃত্যুবার্ষিকী, গতকাল ছিলো মা-র তৃতীয় মৃত্যুবার্ষিকী। আমাদের মা, ২ ফেব্রেুয়ারি, ২০২০ সালে ইহলোক ত্যাগ করেন। আর আমাদের বাবা, ডা. মো: ইয়াকুব আলী, না ফেরার দেশে চলে যান ৩ ফেব্রেুয়ারি, ২০০০ সালে। আজ মা-বাবা আমাদের মাঝে নেই। এ জীবনে আমাদের ডাকে তাঁরা আর কোনদিন সাঁড়া দেবেন না। তবুও বলি, আব্বা-আম্মা, আপনারা আমাদের জীবনে রয়েছেন প্রতিদিন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভুলক্রটি ক্ষমা করে দিবেন। মা-বাবা বিহীন এ জীবন অতি কষ্ঠের, অব্যক্ত বেদনায় ভরা। কত স্মৃতি তাঁদের সাথে। একটু আগে টেলিভিশনে জাতীয়তাবাদের বিষয়ে আলোচনা হচ্ছিল। আমার মা প্রায়ই এ বিষয়ে একটি উদাহরণ ব্যবহার করতেন। তিনি বলতেন, তার শৈশবকালে যখন ভারত বর্ ব্রিটিশ উপনিবেশ ছিল তখন তারা রানী ভিক্টোরিয়ার গুণগান গেয়ে স্কুল শুরু করতেন। তার যখন যৌবনকাল তখন ভারত বর্ষ দুভাগ হয়েছে, একাংশ ভারত অন্য অংশ পাকিস্তান। বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। তখন তিনি যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে পাকিস্তানের জাতীয় সংগীত শুনতেন। আর শেষ বয়সে বাংলাদেশ ছিল তাঁর মনে। প্রায়শ প্রশ্ন করতেন, কোন জাতীয়তাবাদের ধারক তিনি। What is the most effective technique to make you (re)think? Do you not agree?


তাঁদের জীবিত ১১ সন্তানের মধ্যে সাত সন্তান, ছেলে-বউ, নাতি-নাতনিসহ অনেকে আজ একত্রিত হয়ে তাঁদের জন্য দোয়া করেছি। সবার কাছে সকল মা-বাবার জন্য সবার নিকট দোয়া চাচ্ছি।

রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা। [‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।]

Hi Karol,

Today is my father's 23rd death anniversary; yesterday was my mother's third death anniversary. Our mother passed away on February 2, 2020. And our father left for the land of no return on February 3, 2000. Today, parents are not among us. They will never answer our call in this life. Yet I say, "Father and Mother," you are in our lives every day; pray for us; forgive our mistakes. This life without parents is very difficult and full of unspeakable pain. so many memories with them. A little while ago, there was a discussion about nationalism on television. My mother often used an example of this. He used to say that during his childhood, when India was a British colony, they used to start school singing the praises of Queen Victoria. During his youth, India was divided into two parts: India and Pakistan. Present day Bangladesh was then East Pakistan. He used to listen to the national anthem of Pakistan at any formal event. And Bangladesh was in his mind at the last age. He often asked what kind of nationalism he was a holder of. What is the most effective technique to make you (re)think? Do you not agree?

Among their 11 surviving children, seven children, sons and wives, grandchildren, and many others gathered today and prayed for them. I ask everyone to pray for all the parents.

Stay well

Nuruzzaman

 

Comments

Popular posts from this blog

পরিবেশ

Welcome to My Blog_AKM Nuruzzaman