পরিবেশ
কোথা রে তরুর ছায়া,
বনের শ্যামল স্নেহ!
তট-তরু কোলে কোলে
সারাদিন কল রোলে
স্রোতস্বিনী যায় চলে
সুদূরে সাধের গেহ;
কোথা রে তরুর ছায়া,
বনের শ্যামল স্নেহ!
কোথা রে সুনীল দিশে
বনাস্ত রয়েছে মিশে,
অনন্তের অনিমিষে
নয়ন নিমেষ-হারা!
বনের ছায়া, রবীন্দ্রনাথ ঠাকুর।
Comments
Post a Comment