My Parents

 আজকের দিনে মা-বাবার বিষয়ে কিছু কথা

আমাদের মা রোকেয়া বেগম। তিনি ১৯৩০ সালের দিকে তৎকালীন ত্রিপুরা জেলার হোমনা থানার নজরপুর গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা জনাব আব্দুল মজিদ ছিলেন তৎকালীন কুমিল্লা ডিস্ট্রিক ম্যাজেস্টেট কোর্টের জুরি বোর্ডের একজন সদস্য এবং স্থানীয় পরিষদের প্রেসিডেন্ট। আমাদের নানী জনাব নুরুন্নাহার বেগমও ছিলেন জনহিতকর, সমাজে ন্যায্যতা নিশ্চিতে একজন সাহসী নারী। আম্মা ছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থায় এক বিদ্যানুরাগী, পরোপকারী ও হিতৈষী নারী। তাঁর নিরব সাহায্যে অনেক পরিবার ক্রান্তিকালে কিছুটা স্বাছন্দে জীবন নির্বাহ করতে পেরেছে। সাহায্যের এ বিষয়টি তিনি অতি নিভৃতে করতেন। তাঁর মৃত্যুর পর এ তালিকা দেখে আমরা কিছুটা হতবাক হয়েছি।
আমাদের বাবা ডা. মো: ইয়াকুব আলী। তাঁর পৈতৃক নিবাস বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন কৃঞ্চনগর গ্রামে। ‘ইয়াকুব ডাক্তার‘ হিসেবে সবার নিকট ছিলেন তিনি সমধিক পরিচিত। তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মেট্রিকুলেশন পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। প্রত্যন্ত এক গ্রামের স্কুল, উজানচর কে এন হাইস্কুল, থেকে প্রথম মুসলমান ছাত্রের এ কৃতিত্ব উক্ত এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিল এবং অনেককে অনুপ্রাণিত করেছিলো। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং সলিমুল্লাহ মেডিক্যাল স্কুল থেকে মেডিক্যাল ডিগ্রী অর্জন করেন। তৎকালীন কুমিল্লা জেলা বোর্ডের অধীনে নিয়োগপ্রাপ্ত তিনি একজন খ্যাতনাম চিকিৎসক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় তাঁর ছিল অসামন্য অবদান। তাঁদের সন্তানদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করেছেন। তাঁরা কখনই সাটিফিকেট-এর খোঁজ করেননি।
আজীবন শিক্ষা অনুরাগী এ দম্পতির আট ছেলে ও চার মেয়ে; তাঁর অধিকাংশ সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী এবং যাঁদের সবাই সমাজে স্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁরা কেউ বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী, সফ্টওয়্যার প্রকৌশলী, সরকারের যুগ্ম সচিব, ব্যাংকের এবং আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এবং কেউবা স্কুলের প্রশাসনিক কর্মকর্তা। ছেলেদের স্ত্রীদের সাথে ছিলোও তাঁদের মা-মেয়ের বা মা-বাবার সর্ম্পক। বউমাদের তত্ত্বাবধানে মৃত্যুর তিনবছর আগে আমাদের মা পবিত্র হজ পালন করেছেন। তাঁদের বউমাদের মধ্যে অনেকেই ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং স্কুলের শিক্ষক। তাঁদের নাতি-নাতনীদের অনেকে সফ্টওয়্যার প্রকৌশলী, চিকিৎসক, সরকারের এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা। তাঁদের ছেলেমেয়ে, নাতি-নাতনীদের - এ অর্জন পরিবারের অভিভাবক হিসেবে তাঁদের জন্য এর চেয়ে গর্বের বিষয় আর কি হতে পারে।
তাঁদের অসামান্য পরিশ্রমের ফলে আমরা সবাই এমন স্বাচ্ছন্দের জীবন পেয়েছি। আমাদের মা-বাবার শর্তহীন ভালোবাসা, আমাদের পেশাগত জীবনকে ও আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবার পথ সুমসৃন করেছে। আমরা একটি/দু‘টি সন্তান মানুষ করতে গিয়ে অনেকেই হাঁফিয়ে উঠি। আমাদের মা-বাবা ১২ জন সন্তান মানুষ করেছেন, সৎ থেকেছেন, সহজ জীবন যাপন করেছেন, সামাজিকতায় অংশগ্রহন করেছেন, আত্নীয়-স্বজনদের দেখাশুনা ও সাহায্য করেছেন। একটি পরিপূর্ণ জীবন-যাপন করেছেন। শুধু নিজিদের কথা চিন্তা করেননি, অন্যদের কথা চিন্তা করেছেন, সাধ্যমতো সহযোগিতা করেছেন।
আমাদের মা, ২ ফেব্রেুয়ারি, ২০২০ সালে ইহলোক ত্যাগ করেন। আর আমাদের বাবা, ডা. মো: ইয়াকুব আলী, না ফেরার দেশে চলে যান ৩ ফেব্রেুয়ারি, ২০০০ সালে। আজ মা-বাবা আমাদের মাঝে নেই। এ জীবনে আমাদের ডাকে তাঁরা আর কোনদিন সাঁড়া দেবেননা। তবুও বলি, আব্বা-আম্মা, আপনারা আমাদের জীবনে রয়েছেন প্রতিদিন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভুলক্রটি ক্ষমা করে দিবেন। মা-বাবা বিহীন এ জীবন অতি কষ্ঠের, অব্যক্ত বেদনায় ভরা। তাঁদের অবদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা কখনো জানানো হয়নি। বাবা মারা গিয়েছেন ২১ বছর আগে। মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন এক বছর আগে। মা যে বিছানায় শেষ কয়েকটা দিন কাটিয়েছেন, সেখানে মাঝে মাঝে খানিকটা সময় বসে থাকি, মাকে খোঁজার চেষ্টা করি। তাঁদের স্মৃতি স্মরণ করি। নিজে নিজে কথা বলি। আমরা সবাই জানি, তাঁদের চলে যাওয়ার শূন্যতা কখনই পূরণ হবার নয়। সুসন্তান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে সমাজে অবদান রাখার মাধ্যমে তাঁদের প্রতি অবিরতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা - একটি উত্তম পন্থা বলে অনেকে মনে করেন, আমরাও সেটা বিশ্বাস ও ধারণ করি ।
এ পরোপকারী কর্মবীরদের আদর্শ, কর্মধারা, বিদ্যাপ্রেম - আমাদের পরিবারের সদস্যের সকল ভালো কাজের প্রেরণার উৎস। তাঁদের আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার অবিরত প্রয়াস রয়েছে আমাদের। জান্নাতবাসী মা-বাবার জন্য আমরা সকলের দোয়াপ্রার্থী।
" রাব্বির্ হাম্হুমা কামা রাব্বাইয়ানী ছাগীরা"


Our mother is Rokeya Begum. She was born in 1930 in an elite Muslim family in Nazarpur village of Homna sub-district in the then Tripura district. Her father, Mr. Abdul Majid, was a member of the jury board of the then Comilla District (known as Tripura District) Magistrate Court and president of the local council. Our grandmother Ms. Nurunnahar Begum was also a philanthropist, a brave woman who worked for ensuring justice in society. My mother was also a learned, kind and benevolent lady in the society of that time. With her silent support, many families have been able to lead a comfortable life during the crisis. She used to keep this matter of support very secret. We are a little astonished to see this list after her death.

Our father Dr. Md. Yeaqub Ali. His ancestral home is in Krishnanagar village under Bancharampur sub-district of Brahmanbaria district of Bangladesh. He was better known as 'Doctor Yeaqub'. He appeared on the merit list in the matriculation examination held under Calcutta University in 1923. This achievement of the first Muslim student from a remote village school, Ujanchar KN High School, drew huge attention in the area and inspired many people. He later obtained his HSC from Dhaka College and his medical degree from Mitford Medical School (now known as Sir Salimullah Medical College). He was a renowned physician appointed under the then Comilla District Board. He had an outstanding contribution to the medical services of the war-wounded freedom fighters who participated in the war of liberation in 1971. They encouraged their children to participate in the liberation war. They never looked for certificates to identify themselves as freedom fighters. They thought it was their responsibility to serve the country when it was in need. As I read them, they were not interested in formal recognition as a veteran freedom fighter.

A lifelong education fan, this couple has eight sons and four daughters. Most of their children have the highest degree in the university and all of them are well-established in the society. Some of them are Engineers of Bangladesh Railway, Software Engineers, Joint Secretary of the Government, General Managers of Banks and Financial Institutions, and some administrative officers of schools. They had good relationships with their daughters-in-law. Our mother performed the holy Hajj three years before her death under the care of her daughters-in-law. Many of their daughters-in-law are Senior Bank Officials, Additional Secretary, and Joint Secretary of the Government, and school teachers. Many of their grandchildren are Software Engineers, Physicians, Government, and Central Bank officials. This achievement of their children, grandchildren, and great-grandchildren can be nothing more than a source of pride for them as guardians of this family.

As a result of their outstanding support and contribution, we have all had such a comfortable life. The unconditional love of our parents has paved the way for us to establish our professional life and our dignity in society. Many of us get breathless when we try to raise one or two children. Our parents have raised 12 children, lived honestly, lived a simple life, participated actively in social events, looked after and helped their relatives. They didn't just think about themselves, they thought about others, they cooperated as much as they could.

Our mother passed away on February 2, 2020. And our father, Dr. Md. Yeaqub Ali left for the land of no return on February 3, 2000. Today our parents are not among us. They will never respond to our call in this life. Yet I say, Amma-Abba (mom-dad), you are in our lives every day. Please pray for us, forgive our mistakes. This life without you is full of hardships, emptiness, and unspeakable pain. Their contributions have never been formally thanked. In our culture, we didn’t do it. My father died 21 years ago. My mother left us a year ago. Sometimes I sit in the bed where my mother has spent the last few days, trying to find her, recall their memories. We all know that the void left by their departure will never be filled. Constantly expressing gratitude to them by contributing to society with honesty and dedication as a child - is a good idea, appreciated by many, and we also believe in it and are working on it.

 
Their ideals, work ethic, love for education are the continuous source of inspiration for all the good deeds of our family members. We are constantly striving to pass their ideals to the present generation. Please pray for our parents.
 
[a verse from the Holly Quran-Surah Bani Isra’il 17:24] “Rabbir hamhuma kama Rabbayani Sagheera” (English meaning: My Lord! bestow on them Thy Mercy even as they cherished me in childhood).





Comments

Popular posts from this blog

পরিবেশ

Welcome to My Blog_AKM Nuruzzaman

আব্বা-আম্মা