Thanks to everyone

 

জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবারের নিকটতম সদস্য, অসংখ্য বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন, সহকমীঁদের নিকট থেকে অবিরতভাবে পেয়েছি অফুরন্ত সহযোগিতা, অতুলনীয় স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, প্রশংসা - আমার জন্মদিনে আপনাদের/তোমাদের অকৃত্রিম ও স্বার্থহীন ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আনুষ্ঠানিক ‘দিবস উদযাপন’ এবং আনুষ্ঠানিকভাবে ‘পুরস্কার প্রদান’/‘গিফট প্রদান’-এর বিষয়টি ‘নব্য উদারতাবাদ’, ‘অসমতা’ ও ‘রাজনৈতিক অর্থনীতি’র সাথে অনেকাংশে সম্পৃক্ত বলে অনেকে মনে করেন, আমারও সেটি মনে হয়। আপনাদের/তোমাদের কথা প্রায় ‍সবসময় আমার মনে পড়ে, মনে থাকে – প্রকাশ হয়তো সেভাবে করা হয়না। অসমতার এ বিশ্বে সমতা আনয়নে আরো সোচ্চার হওয়া এবং এ বিশ্বকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে রেখে যাওয়ার প্রচেষ্টা আরও জোরদার করার আন্দোলনে আমি আপনাদের/তোমাদের সাথে একজন সহকমীঁ হিসেবে আরও সক্রিয়ভাবে কাজ করে যেতে চাই। আমিত্ব প্রশমন করে বহুত্বে মনোনিবেশ করবো। শ্রেষ্ঠত্বের ধারনা বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক কর্মকান্ডের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হোক একটি মানবিক বিশ্ব- এ প্রত্যাশা রইলো। আপনারা/তোমরা সকলে বিভিন্নভাবে আমার সকল ভালো কাজের অমিত অনুপ্রেরণা।  

 নুরুজ্জামান

১৭ জুলাই, ২০২২

Comments

Popular posts from this blog

পরিবেশ

Welcome to My Blog_AKM Nuruzzaman

আব্বা-আম্মা