Colleagues and Friends

অসাধারণ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আপনাদের সাথে। অপূর্ব মুগ্ধতায় অবলোকন করেছি আপনাদের আন্তরিক আতিয়েথতা। সবকিছু এত ঠিকঠাক ছিলো যেন মনে হচ্ছিল বাজনার অপূর্ব ঐক্যতানে অনবদ্ধ সুরের ঝর্ণা বয়ে যাচ্ছে। দেখেই ভালো লাগছে, রাষ্ট্রীয় বড় বড় দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদের আন্তরিক পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন।

আপনাদের দেখে মনে আশা জাগে, বাংলাদেশের জনগণ অবিরতভাবে এগিয়ে যাবে, সুন্দর স্বপ্ন নিয়ে সুন্দর আগামীর দিকে। যেখানে মানুষকে কেন্দ্র করে হবে, সকল উন্নয়ন ভাবনা। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হবে একটি মানবিক বিশ্ব - সেখানে বাংলাদেশ রাখবে অগ্রণী ভূমিকা।  এ প্রত্যাশা আমার, আপনার - সকল মানবতাবাদী জনগোষ্ঠীর।

মামণিদের প্রতি রইলো স্নেহ ও আশীর্বাদ। আপনাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

 

জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের তৈরী হয়, আপনাদের এ বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন।

 

গুণমুগ্ধ ,

নুরুজ্জামান (কাওসার)

 

Comments

Popular posts from this blog

Understanding Poverty in Bangladesh [Newspaper Article]

Welcome to My Blog_AKM Nuruzzaman

পরিবেশ