Obituary to Dr. Mahbub Ahsan Khan Rajib

গভীর বেদনার সাথে জানাচ্ছি আমাদের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, অধ্যাপক মাহাবুব আহসান খান রাজীব আর নেই (ইন্না--রাজেউন) রাজীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮তম ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন, প্রথম শ্রেণিতে প্রথম। রাজীব ভালো তবলা বাদক,  ঢাকা ছায়ানটের তবলার শিক্ষক ছিলেন

ঢাকায় সময় সাংস্কুতিক গোষ্ঠীর সাথে জড়িত থাকার সুবাধে রাজীব-এর সাথে আগে থেকে পরিচয় ছিলো। এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের দেখা হয়েছে বহু স্থানে। ১৯৮৮ বন্যার বিভিন্ন কর্সুচিতে দেখা হয়েছে। কিছুদিন আগেও কথা হলো অনেক। তাঁর স্ত্রী আমাদের বন্ধু মিতার কথা ভেবে চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে.. আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্চ নাটকের বন্ধু মিতা এবং তার পরিবার এই শোক কাটিয়ে ওঠার শক্তি পাক।।

প্রিয় বন্ধু রাজীব-এর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মৃত্যুর তারিখ: ০৯/১০/২০২১

Comments

Popular posts from this blog

Understanding Poverty in Bangladesh [Newspaper Article]

Welcome to My Blog_AKM Nuruzzaman

পরিবেশ