A Friend of Bangladesh
চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু , শশবিন্দু দা গত কয়েকদিন যাবত মনটা খুবই বিষন্ন। সারা বিশ্বে কোভিড - ১৯ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। করোনা মোকাবেলার প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অনেকে অনেকভাবে করছে , কোথায় কোথায় কিছুটা সফলতার মুখ দেখলেও অধিকাংশ এলাকায় বিষয়টি জটিল হচ্ছে জীবন - জীবিকার ভারসাম্য রাখতে গিয়ে। সামান্য কিছু অগ্রগতি দেখলে জনগণ সব ভুলে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে , ফলে পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে । তাতে সংক্রমণ বেড়ে গিয়ে প্রতিদিন এখন সংক্রমণ আর মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত একবছরে অনেক কাছের মানুষের , বহু প্রিয় মানুষের চলে যাওয়া দেখতে হয়েছে অনেক দূর থেকে। অনেক ক্ষেত্রেই কাছে যাবার সুযোগ খুবই সীমিত হয়ে যাচ্ছে। এ রকম পরিস্থিতিতে দু : সংবাদটি শুনলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রাক্তন অধ্যাপক শফি স্যারের কাছ থেকে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু , শশবিন্দু দা , চলে গেলেন না ফেরার দেশে এপ্রিলের ২০ তারিখ রাত ১১ . ৫০ ঘটিকার দিকে। ত...