Posts

Showing posts from February, 2021

Urban Upgrading for Inclusion, Sustainability, and Resilience

Image
I am excited to see the completion certificate. I have completed an intensive online course on “Urban Upgrading for Inclusion, Sustainability, and Resilience in a time of Global Pandemics” organized by the Open Learning Campus (OLC) of the World Bank. The course focused on the “conceptual and operational aspects of designing, implementing and sustaining a slum upgrading intervention while underscoring the main policy and programmatic approaches at the city level for scaling up upgrading and better planning for future growth. It also shares the latest thinking and practices of different actors in helping slums cope with the unprecedented COVID-19 pandemic”. The course was organized in 9 weekly modules that required a weekly dedication of about 4-6 hours in your most convenient schedule. It was started on October 26, 2020, #  #inclusion  and continued up to January 10, 2021.

My Parents

Image
  আজকের দিনে মা-বাবার বিষয়ে কিছু কথা আমাদের মা রোকেয়া বেগম। তিনি ১৯৩০ সালের দিকে তৎকালীন ত্রিপুরা জেলার হোমনা থানার নজরপুর গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা জনাব আব্দুল মজিদ ছিলেন তৎকালীন কুমিল্লা ডিস্ট্রিক ম্যাজেস্টেট কোর্টের জুরি বোর্ডের একজন সদস্য এবং স্থানীয় পরিষদের প্রেসিডেন্ট। আমাদের নানী জনাব নুরুন্নাহার বেগমও ছিলেন জনহিতকর, সমাজে ন্যায্যতা নিশ্চিতে একজন সাহসী নারী। আম্মা ছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থায় এক বিদ্যানুরাগী, পরোপকারী ও হিতৈষী নারী। তাঁর নিরব সাহায্যে অনেক পরিবার ক্রান্তিকালে কিছুটা স্বাছন্দে জীবন নির্বাহ করতে পেরেছে। সাহায্যের এ বিষয়টি তিনি অতি নিভৃতে করতেন। তাঁর মৃত্যুর পর এ তালিকা দেখে আমরা কিছুটা হতবাক হয়েছি। আমাদের বাবা ডা. মো: ইয়াকুব আলী। তাঁর পৈতৃক নিবাস বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন কৃঞ্চনগর গ্রামে। ‘ইয়াকুব ডাক্তার‘ হিসেবে সবার নিকট ছিলেন তিনি সমধিক পরিচিত। তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মেট্রিকুলেশন পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। প্রত্যন্ত এক গ্রামের স্কুল, উজানচর কে এন হাইস্কুল, থেকে প্রথম মুসল