তবুও আশায় বাঁচি!
বারান্দায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। বলা চলে পলকহীন শূন্য দৃষ্টিতে। বারান্দার রেলিংয়ে আছড়ে পড়ছে দরিদ্র মানুষের ঘোরাফেরার ছায়া। আশা হয়তো করে , যদি কিছু পাওয়া যায়। যাত্রীর আশায় রিকশাওয়ালাদের অবিরত চক্কর দেয়া। সবজি ভ্যানের ঘোরাফেরা। রাস্তায় দেখা মেলে খানিক বিরতিতে বিচ্ছিন্ন কয়েকটি মটরযান। জরুরি প্রয়োজনে হয়তো বের হয়েছে। ঘরে যে অনেকের অভুক্ত প্রিয়জন। শারীরিক বা সামাজিক দূরত্ব কোনোটাই যে মানা হচ্ছে না তার। প্রিয়জনের ক্ষুধার যন্ত্রণা যে অনেক কষ্টের , তা সে টের পায় এখন হাড়ে হাড়ে। যে করোনা জীবন নিয়ে নেয় , সেই করোনার কোলে নিত্যবসবাস এ দরিদ্র মানুষগুলোর ; সাথে আমি - তুমি - সবাই। এ কেমন বাস্তবতা এ জীবন ঘিরে ! ঢাকায় যেখানে থাকি , তার অতি নিকটে গণভবন। এর চারপাশে এপ্রিল - মে - জুন মাসে কৃষ্ণচুড়া , জারুল , রাধাচুড়া , সোনালুসহ হরেক রকম ফুলের এক বাহা্রি বর্ণিল আবহ সৃষ্টি হয় এই সময়টাতে। করোনার বৈরী সময়েও এর ব্যতিক্রম করেনি প্রকৃতি , বরং এবার তার সৌন্দর্য যেন আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে...