Posts

Showing posts from September, 2021

Happy Birthday My Friend, SAM Jakaria Huq (Dip)

  শুভ জন্মদিন বন্ধু! আমাদের ছোটবেলার বন্ধু, সরকারের বড় আমলা - দীপ Jakaria Huq, তার আজ জন্মদিন। যার সাথে ৮০‘র দশকের প্রথম দিকে ঢাকার টিকাটুলি এলাকায় একসাথে বড় হয়েছি, একই স্কুলে - আইডিয়াল স্কুল, মতিঝিলে পড়েছি । অমরাত্মা ও পার্থিব জগতের যোগসূত্র খোঁজার, কিংবা জীবনের মানে খোঁজায় এবং জাগতিক সম্পর্ক প্রপঞ্চের মধ্যকার গূঢ় অর্থ ও কার্য-কারণ নিরূপণে যে সর্বদা চিন্তারত। শত ব্যস্ততার মাঝেও ক্ষণস্থায়ী পার্থিব জগতের একচিলতে সুখের উল্টো পিঠের কিছু গল্প বা কিছু ভাবনা নিয়ে সে অনেকদিন ধরে কাজ করে, ভাবনাগুলো সামাজিক যোগাযোগে প্রকাশ করে। অনেকের জন্য নতুন চিন্তার খোরাক দেয়।   দিনটি ভালো কাটুক, যদিও দেশ থেকে অনেক দূরে বিদেশে আছো বন্ধু। পরবাসে বসে নতুন নতুন জ্ঞান ও ভাবনা সৃষ্টি করে যাও - মানবিক ও যুক্তিবাদী এবং সার্বজনীন বৈজ্ঞানিক জ্ঞানের অনেক অভাব রয়েছে আমাদের সমাজে। অনেকে প্রশ্ন করছেন, শুধু ব্যক্তিস্বার্থে পরিচালিত বাজার অর্থনীতি বিকাশের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করার যে তত্ত্ব, সেটি কি আসলেই মানবিক বিশ্ব গড়ে তোলায় কাজ করছে? অনেকে এটিও বলছেন, যে শিক্ষা/বিদ্যা জ্ঞানচক্ষু উন্মীলিত করে না...